আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমতলীতে ৯ লাখ টাকার জাটকা জব্দ

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

আমতলীতে ৯ লাখ টাকার জাটকা জব্দ

বরগুনার আমতলীতে ৯ লাখ টাকার ১৫০০ কেজি জাটকা জব্দ করেছে যৌথ বাহিনী। জব্দ করা মাছ এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ছুরিকাটা নামক স্থান থেকে ঝাটকা ইলিশ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আমতলী উপজেলা যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ভাই ভাই, সোহেল ও সুবহা-সুরহা পরিবহনের বাসের খোন্দলে বিপুল পরিমাণ জাটকা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা নৌকন্টিনজেন্ট কমান্ডার লে: নকিব নসরুল্লাহর নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ছুরিকাটা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৩টি বাসের খোন্দাল থেকে ৯ লাখ টাকা মূল্যের ১৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছ থানায় এনে এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

যৌথ বাহিনীর প্রধান লে: নকিব নসরুল্লাহ বলেন, আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন