উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
উপকূলীয় বনভূমি সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবুজায়ন পুনরুদ্ধারের লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় “গ্রিন ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় গঙ্গামতি চরে কলাপাড়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের মহিপুর রেঞ্জের যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। সভাপতিত্ব করেন বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও ইয়াসীন সাদেক বলেন, ‘উপকূলীয় অঞ্চলে বন নিধন প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। বন শুধু পরিবেশ রক্ষায় নয়, ঝড়, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবে কাজ করে। গ্রিন ক্যাম্পেইন শিশু থেকে প্রবীণ পর্যন্ত সবাইকে পরিবেশ সচেতন করে তুলবে। এ উদ্যোগ স্থানীয় জনগণকে বন সংরক্ষণে উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ আবাস গড়ে তুলতে সহায়ক হবে।’
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, ‘উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত বাগান সংরক্ষণ এখন বড় চ্যালেঞ্জ। এ বন স্থানীয় মানুষের জীবিকা, নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্যের সঙ্গে সম্পৃক্ত। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ক্ষতিগ্রস্ত বাগান পুনরুদ্ধার ও নতুন বাগান তৈরির মাধ্যমেই আগামী প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ উপকূল গড়ে তোলা সম্ভব।’
কর্মসূচির অংশ হিসেবে সমুদ্র তীরবর্তী সংরক্ষিত বনে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। এতে স্থানীয় শিশু-কিশোর, বনকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু বনভূমি রক্ষায় নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও কার্যকর ভূমিকা রাখবে।
উপকূলীয় বনভূমি সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবুজায়ন পুনরুদ্ধারের লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় “গ্রিন ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় গঙ্গামতি চরে কলাপাড়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের মহিপুর রেঞ্জের যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। সভাপতিত্ব করেন বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও ইয়াসীন সাদেক বলেন, ‘উপকূলীয় অঞ্চলে বন নিধন প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। বন শুধু পরিবেশ রক্ষায় নয়, ঝড়, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবে কাজ করে। গ্রিন ক্যাম্পেইন শিশু থেকে প্রবীণ পর্যন্ত সবাইকে পরিবেশ সচেতন করে তুলবে। এ উদ্যোগ স্থানীয় জনগণকে বন সংরক্ষণে উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ আবাস গড়ে তুলতে সহায়ক হবে।’
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, ‘উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত বাগান সংরক্ষণ এখন বড় চ্যালেঞ্জ। এ বন স্থানীয় মানুষের জীবিকা, নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্যের সঙ্গে সম্পৃক্ত। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ক্ষতিগ্রস্ত বাগান পুনরুদ্ধার ও নতুন বাগান তৈরির মাধ্যমেই আগামী প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ উপকূল গড়ে তোলা সম্ভব।’
কর্মসূচির অংশ হিসেবে সমুদ্র তীরবর্তী সংরক্ষিত বনে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। এতে স্থানীয় শিশু-কিশোর, বনকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু বনভূমি রক্ষায় নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও কার্যকর ভূমিকা রাখবে।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে