প্রবাসীর ঘরে ডাকাত

সম্ভ্রম বাঁচাতে ছাদ থেকে লাফিয়ে আহত গৃহবধূ

উপজেলা প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৮: ০৭
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৮: ৪৪

পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের পূজাখোলা এলাকায় এক প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত ৩টার দিকে চার থেকে পাঁচজনের একটি দল গ্রিল কেটে ঘরের প্রবেশ করে।

বিজ্ঞাপন

ডাকাত দলটি ঘরের সদস্যদের শারীরিকভাবে নির্যাতন করে গুরুতর আহত করে। ডাকাত দল নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ছয় ভরি স্বর্নালঙ্কার এবং বাড়ির চারপাশে থাকা সিসি ক্যামেরার রেকডিং হার্ডডিস্ক লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানান, ঘুমিয়ে থাকা অবস্থায় ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত মুখ বেধে মারধর শুরু করে। এ সময় ডাকাত দল প্রবাসীর স্ত্রী শুক্লা রানীকে (৪০) বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তিনি বাড়ির ছাদ থেকে নিচে লাফ দিয়ে গুরুতর আহত হন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা লুটপাট চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়রা আহত শুক্লা রানীকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী শুক্লা রানী জানান, মুখ বেঁধে ডাকাত দল জানালার গ্রিল কেটে তাদের ঘরে ঢুকে তাকে মারধর করে নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ছয় ভরি স্বর্ণালংকার এবং সিসি ক্যামেরার রেকর্ডিং হার্ডডিস্ক নিয়ে যায়। এসময় ডাকাত দল আমার সম্ভ্রমহানীর ভয় দেখায়, এ ঘটনায় আতঙ্কিত হয়ে বাসার ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হই।

বাড়ির মালিক প্রবাসী পরিমল শীল বর্তমানে সৌদি আরবে সেলুনের দোকানে কর্মরত রয়েছেন।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আলীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত