আগৈলঝাড়ায় বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থককে পিটিয়ে জখম

বরিশাল অফিস
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২২: ০৩

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আঁকন কুদ্দুসের এক সমর্থক সৈকত ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আগৈলঝাড়া উপজেলা সদরে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিকেলে ৮ জনকে নামধারীসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

হামলায় আহত শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ কলেজ ছাত্র সৈকত ইসলাম জানান, বিগত দিনে তিনি আঁকন কুদ্দুসুর রহমানের পক্ষে কাজ করা নিয়ে প্রতিপক্ষ জহির উদ্দীন স্বপনের সমর্থকদের সাথে বিরোধ ছিলো। এর জের ধরে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ ছাত্র মো. সৌরভ পাইক, মো. রাতুল পাইকসহ তাদের দলবল আকস্মিক হামলা চালায়।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আঁকন কুদ্দুসুর রহমান আমার দেশকে বলেন, তার লোকজনকে চিহ্নিত করে হামলা করা হচ্ছে। নেতা কর্মীদের উপর বারবার হামলা করা হলেও এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছি।

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দীন স্বপনকে ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম আমার দেশকে বলেন, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত