আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালে ট্রাকচাপায় নিহত ২

বরিশাল অফিস

বরিশালে ট্রাকচাপায় নিহত ২

বরিশাল নগরে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ও চালক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি আন্তঃমহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ মামুন-উল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন রূপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। তারা দুজনেই এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

কোতয়ালি থানার পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে অফিস শেষ করে ওই দুই যুবক জুয়েল ও রাসেল মোটরসাইকেলযোগে নাশতা করতে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে ঝালকাঠিগামী একটি মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। মেডিকেলে পৌঁছানোর আগেই জুয়েলেরও মৃত্যু হয়।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন