ভোলার চরফ্যাশনে অটোচালক আবু বকর ছিদ্দিকের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশনের শরীফ পাড়ায় উপজেলা ও পৌর অটো বোরাক মালিক সমিতি ও শ্রমিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তারা জানান, গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশনের এওয়াজপুর ৫নং ওয়ার্ডের বাসিন্দা অটো চালক আবু বকর ছিদ্দিককে গজারিয়ায় যাওয়ার জন্য ভাড়া করে একদল দুর্বৃত্তরা। পরে পথিমধ্যে চালককে হত্যা করে তার অটোটি নিয়ে পালিয়ে যায় তারা। এ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তারসহ তাদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

