আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মা দাদি নানার পর মারা গেলো সদ্যোজাত শিশুটিও!

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

মা দাদি নানার পর মারা গেলো সদ্যোজাত শিশুটিও!

জন্মের মাত্র ২৪ ঘণ্টার মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো এক নবজাতক। এর আগে শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার মা, দাদি ও নানা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত ১০টায় শিশুটির মৃত্যু হয় বলে জানান স্বজনেরা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন) রাত ৮টা ৩০ মিনিটে জন্ম হয় শিশুটির। প্রসবের পর মা মোসাদ্দিকার অবস্থার অবনতি হলে শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের পাঁচজন—মা, নবজাতক, বাবা, দাদা ও নানা একটি অটোরিকশায় রওনা দেন। কিন্তু পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের অটোরিকশার। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নবজাতকের মা মোসাদ্দিকা, দাদি ও নানা।

গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় নবজাতক, তার বাবা মাওলানা জাহিদুল ইসলাম, দাদা মাওলানা আব্দুল কুদ্দুস ও অটোচালক ওহাব গাজীকে।

নিহতদের আত্মীয় মাওলানা মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার সময় শিশুটি অনেকক্ষণ পানিতে পড়ে ছিল। মাথায় গুরুতর আঘাত পায়। তাকে দুপুর ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শামিম ওয়াহিদ বলেন, শিশুটির অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। মাথায় অভ্যন্তরীণ আঘাতের কারণে সংক্রমণ দেখা দেয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে বাঁচিয়ে রাখার।

মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ওই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন