শেবাচিমে অ্যাম্বুলেন্স ধর্মঘটে রোগীদের অমানবিক ভোগান্তি

বরিশাল অফিস
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৮: ৩১

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে অ্যাম্বুলেন্স পার্কিং স্থানের দাবিতে ধর্ঘট শুরু করেছে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি। এতে অমানবিক ভোগান্তিতে পড়েছে রোগীরা।

বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু করে। এতে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের আওতাধীন সকল অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে চরম বিপাকে পড়েছেন বরিশাল থেকে ঢাকাসহ দূর-দূরান্তে যাওয়া রোগী ও তাদের স্বজনরা।

বিজ্ঞাপন

সূত্র জানায়, শেবাচিম হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্য সেবার উন্নয়নের লক্ষ্যে গত ৩১ দিন ধরে আন্দোলন করে এসেছে শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের অংশ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল অভ্যন্তরে গড়ে ওঠা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেন। এমনকি হাসপাতালের অভ্যন্তরে থাকা সকল বেসরকারি অ্যাম্বুলেন্সের পার্কি বন্ধ করে দেয়া হয়। এর প্রতিবাদেই গতকাল সকাল থেকে ধর্মঘট শুরু করে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি।

এ বিষয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক মো. আজিজুর রহমান বলেন, ১০৮টি অ্যাম্বুলেন্স রয়েছে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের আওতায়।

এখানে কোনো সিন্ডিকেট নেই, যে যত কম ভাড়ায় সেবা দিতে পারে তার চাহিদা তত বেশি থাকে।

তিনি বলেন, আমাদের মাঝে শৃঙ্খলা ফেরানোর নামে আগের পরিচালক বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং এর জন্য জায়গা নির্ধারণ করে দেন। কিছুদিন পূর্বে সেখানে অ্যাম্বুলেন্স রাখা যাবে না বলে হাসপাতালের বর্তমান পরিচালক জানিয়ে দেয়।

অ্যাম্বুলেন্স মালিকরা জানান, দু’দিন আগে তাদের পার্কিং ফিরে পাওয়ার দাবিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাসপাতাল পরিচালকসহ বিভিন্ন দপ্তরের স্মারকলিপি দিয়েছেন। যেখানে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল, তবে ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে ১০৮টি অ্যাম্বুলেন্সের প্রায় দুইশত জন মালিক-চালক-শ্রমিক মিলে ধর্মঘট শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত