বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় ভেঙে ফেলা হয়েছে ফুলের চাক ও ছিঁড়ে ফেলা হয়েছে ব্যানার। প্রতিপক্ষের হামলায় এ সময় মহিলাসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে স্মৃতিসৌধের বেদিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশাল সদর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার মহানগর দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির ব্যানারে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনসহ বরিশাল জেলা মহানগর বিএনপি'র শীর্ষ পর্যায়ের নেতা ও তাদের কর্মী সমর্থকরা।
শহীদ বেদীতে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থান ত্যাগ করছিলেন। ঠিক একই সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন একই ব্যানারে তার অনুসারীদের নিয়ে শ্রদ্ধা জানাতে গেলে মজিবুর রহমান সরোয়ার ও বিলকিস জাহান শিরিন সমর্থিত নেতাকর্মীদের সাথে বাক-বিতণ্ডা ঘটে। সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা মার মুখে হয়ে উঠলে উভয়ের মধ্যে হাতা হাতের ঘটনা ঘটে। সময়ে সরোয়ার সমর্থিত নেতাকর্মীরা নাসরিন সমর্থিত নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয় এবং ফুলের চাক ভেঙে ফেলে।
এ বিষয়ে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন অভিযোগ করে বলেন শহীদ বেদীতে ফুল দিতে গেলে বরিশাল সদর ৫ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থীর সামনে তাকে হেনস্তা করা হয় এবং সঙ্গে আনা ব্যানার ছিঁড়ে ফেলা হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের চাকও ভেঙে ফেলা হয়। এ সময় তাদের হামলায় বেশ কয়েকজন আহত হয় বলেও দাবি করেন নাসরিন।
এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান শিরিন আমার দেশকে বলেন, বরিশাল সদর ৫ আসনের বিএনপি'র সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে আমরা চলে এসেছি। এরপর ওখানে কি ঘটেছে তা আমি জানিনা। তিনি বলেন, দলীয় নিয়ম শৃঙ্খলা বিনষ্ট করে ও সিদ্ধান্তের বাইরে গিয়ে রাজনীতি করা কারো উচিত নয়।

