আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বামীকে গলাটিপে হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

উপজেলা প্রতিনিধি, বামনা (বরগুনা)
স্বামীকে গলাটিপে হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

বরগুনার বামনা উপজেলায় স্বামীকে গলাটিপে হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে আটক করেছে পুলিশ। এরআগে রোববার দুপুরে নিজবাড়িতে রামনা ইউনিয়নের ঘোপখালি গ্রামের প্রবাসী আ. জলিলকে হত্যা করা হয়। এ ঘটনায় স্ত্রী নাজমা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক আল আমিন (৩০) কে আটক করে পুলিশ। এরপর দুজনেই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।

বিজ্ঞাপন

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ঘোপখালি গ্রামের প্রবাসি মো. আবদুল জলিল (৪৫) গত ১৫ দিন আগে প্রবাস থেকে বাড়িতে আসেন। এদিকে একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন (৩০) গৃহকর্মী হিসেবে ৫ বছর ধরে কাজ করতেন। কিন্তু স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী নাজমা তার গৃহকর্মী আল আমিনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।

এ ঘটনা স্বামী জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক রোববার দুপুরে নিজ বসতঘরে তাকে অচেতন করে গলাটিপে হত্যা করে।বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ রোববার রাত ৭টার দিকে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনা জড়িত থাকার অভিযোগে স্ত্রী নাজমা ও পরকীয়া প্রেমিক আল আমিনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তিতে এ হত্যার দায় স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন