ভোগান্তিতে স্থানীয়রা

সংস্কারের অভাবে ‘ডোবায়’ পরিণত হাইমচরের সড়ক

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৫: ৪১

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়ক গত কয়েক বছর ধরে সংস্কারের অভাবে কার্যত 'ডোবায়' পরিণত হয়েছে। মইনুদ্দি বাড়ি থেকে ভাইয়া ব্রিক ফিল্ড হয়ে বর্ডারফোল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি এলাকার হাজারো মানুষের জন্য এখন মারাত্মক দুর্ভোগের কারণ।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে পুরো রাস্তা জুড়ে তৈরি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত, যা বর্ষার জলে পূর্ণ হয়ে ছোট ডোবার আকার ধারণ করেছে। এর ফলে স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী, এবং গাড়ি চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, গর্তগুলোতে প্রায় প্রতিদিনই দু-একটি গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটছে, এতে অনেকে আহত হচ্ছেন। একজন বাসিন্দা আক্ষেপ করে বলেন, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াই এখন অসম্ভব। কোনো অসুস্থ রোগীকেও হাসপাতালে নেওয়া যাচ্ছে না।

স্কুলগামী শিক্ষার্থীরা জানায়, রাস্তার বেহাল দশার কারণে তারা নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে ভয় পাচ্ছে। তারা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছে।

গাড়ি চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার কারণে যাত্রী ও জরুরি রোগী নিয়ে চলাচল করা দুরূহ হয়ে পড়েছে। চাকা গর্তে পড়ে প্রায়ই গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়।

জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত মেরামত করা না হলে এলাকার মানুষের ভোগান্তি আরো বাড়বে। এলাকাবাসী স্বাভাবিক ও নিরাপদ জীবনযাত্রায় ফিরতে সরকারের কাছে দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত