আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সার্ভিস দেব : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি

বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সার্ভিস দেব : হাসনাত আব্দুল্লাহ

​সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী এবং দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতিকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে হবে। রাজনীতি যদি ব্যয়বহুল ও বিলাসিতার বিষয়ে পরিণত হয়, তাহলে তা ব্যাংক ডাকাত, লুটেরা ও দুর্নীতিবাজদের দখলে চলে যাবে।

​শুক্রবার সকালে দেবিদ্বার নিউমার্কেট মসজিদে ফজরের নামাজ আদায় শেষে দ্বিতীয় দিনের নির্বাচনি পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

​‘রাজনীতিতে কৃত্রিম বলয় পরিহার করতে হবে ।

​পথসভায় হাসনাত আবদুল্লাহ রাজনীতিতে বিদ্যমান ‘ভিআইপি কালচার’ নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "আমাদের প্রোগ্রামগুলোতে আমরা বড় চেয়ার-ছোট চেয়ারের বৈষম্য বা বিশেষ প্রটোকল এড়িয়ে চলার চেষ্টা করি। আয়োজকদের প্রতি অনুরোধ, আপনারা নেতাদের ঘিরে রেখে কৃত্রিম বলয় তৈরি করবেন না। নেতাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেললে তিনি নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েন। এতে রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে যায়।"

​​তিনি আরও বলেন, ‘আমি সম্মান ও মানুষের সেবা করার আগ্রহ থেকে রাজনীতিতে এসেছি। এই অঙ্গনে যেন শুধু শিক্ষিত ও সজ্জন ব্যক্তিরাই আসে। ব্যাংক ডাকাতেরা রাজনীতিতে আসে তাদের অবৈধ সম্পদ রক্ষা করতে এবং ট্যাক্স ফ্রি গাড়ি-বাড়ির সুবিধা নিতে। রাজনীতি যেন কোনোভাবেই ‘ইনভেস্টমেন্ট’ এবং সেই বিনিয়োগের ‘রিটার্ন’ পাওয়ার মাধ্যম না হয়, তা ভোটারদেরই নিশ্চিত করতে হবে।’

​ভোটারদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা বিনা পয়সায় ভোট দেবেন, আমরা পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সার্ভিস দেব। আমাদের লক্ষ্য একটি ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। আমরা এমন কোনো নেতা পাশে রাখব না, যে ইনসাফের কথা বলে মানুষের টাকা আত্মসাৎ করবে।

কেন্দ্র দখল ও হুমকির রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘ভোট দেওয়া সম্পূর্ণ ভালোবাসার বিষয়, এখানে জোরজবরদস্তির কোনো স্থান নেই।’

​শুক্রবার হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচারে মুখর ছিল দেবীদ্বারের বিভিন্ন এলাকা। তিনি পৌরসভার ভিংলাবাড়ি, মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ এবং শান্তির রোডে পৃথক পৃথক উঠান বৈঠকে বক্তব্য দেন। এছাড়া বরকামতা ইউনিয়নের বাগমারা বাজারে তার নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদসহ ১০ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সমর্থক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন