উপসচিবের সঙ্গে অশোভন আচরণ, বদলি স্বাস্থ্যের দুই কর্মকর্তা

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২: ৪১
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৩: ৩৬

উপসচিবের সঙ্গে অসদাচরণ করার ঘটনায় বদলি হলেন দুই চিকিৎসক দম্পতি। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা ও তার স্ত্রী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়।

বিজ্ঞাপন

ডা. কিশলয় সাহাকে পটুয়াখালীর কুয়াকাটার ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা এবং তার স্ত্রী ডা. অদিতি রায়কে পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির পাঁচ কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাদের দায়িত্ব হস্তান্তর করবেন, অন্যথায় ছয় দিন থেকে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।

স্বাস্থ্য বিভাগ ও অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ডা. অদিতি রায়কে ফোন দেন স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা- ১ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব শাহাদত হোসেন কবির। ফোনে তিনি বহির্বিভাগ সেবা কার্যক্রমের প্রশাসনিক অনুমোদন প্রদানের প্রস্তাবের বিষয়ে কথা বলতে চান। তবে ডা. অদিতি কল রিসিভ না করায় নিজ পরিচয় উল্লেখ করে কলব্যাক করার অনুরোধ জানিয়ে মেসেজ পাঠান উপসচিব।

কিন্তু ডা. অদিতি রায় উপসচিবের মেসেজ দেখার পরও কলব্যাক করেননি। পরে স্ত্রীকে পাঠানো ওই মেসেজ দেখে নবীনগর উপজেলায় কর্মরত থাকা ডা. কিশলয় সাহা উপসচিবকে কল দিয়ে তিনি উপসচিবের সঙ্গে ফোনে অশোভন আচরণ করেন এবং ঔদ্ধত্যপূর্ণ মেসেজ পাঠান।

এ ঘটনায় ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে চাকরি বিধিমালায় অসদাচরণ করার অভিযোগে উঠে, পরে ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ২ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব মো. সাইদুর রহমান কারণ দর্শানোর নোটিশ জারি করেন এবং ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের স্বাক্ষরে তাদেরকে বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির পাঁচ কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাদের দায়িত্ব হস্তান্তর করবেন, অন্যথায় ছয় দিন হতে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।

এদিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স ও ওষুধ সংকটসহ নানা অব্যবস্থাপনার কারণে সেবাবঞ্চিত হচ্ছেন হাজারো রোগী। এ বিষয় নিয়ে গত ১৭ জুলাই জানতে চাইলে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা দৈনিক আমার দেশকে অনেকটা বিরক্তি প্রকাশ ও আত্ম অহংকার করে বলেছিলেন, আমি বিভিন্ন ক্যাডারে কাজ করেছি, ডাক্তার হয়েছি বলে ভয় পাবো, বিষয়টি এমন নয়। আমার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে আমাকে বদলি করা যাবে না। সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আমাকে এখানে বসিয়েছেন। উচ্চপদস্থ কর্মকর্তার নাম বিক্রি করে দাপট দেখানো কিশলয় সাহা এবার এক উপসচিবের সঙ্গে অসদাচরণ করার কারণে স্ত্রী সহ বদলি হলেন। তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া এবং হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস।

ডা. কিশলয় সাহা তার নিজের ফেসবুক আইডিতে( ৮ অক্টোবর রাতে)লিখেছেন,পরবর্তী কর্মস্থল ২০শয্যাবিশিষ্ট হাসপাতাল কুয়াকাটা,কলাপাড়া, পটুয়াখালি। কুয়াকাটা আমি আসছি। সাগরকন্যা অপেক্ষায় থাকো। তিনি সাংবাদিকদের কাছে ফোনে বদলির বিষয়টি স্বীকার করলেও অভিযোগের বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত