উপজেলা প্রতিনিধি, (নাসিরনগর) ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে পুলিশকে মারপিট করে পালিয়ে গেছে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার অভিযুক্ত আসামি গোর্কণ ইউপি সদস্য মো. মাসুক মিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে আসামি মাসুক মিয়া (৪০) কে গ্রেপ্তার করতে এসআই কামাল হোসেনের নেতৃত্বে অভিযানে যায় পুলিশের ১টি টিম।
স্থানীয় একাধিক সূত্র মতে, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাসুক মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে আসতে চাইলে তার স্বজন, সমর্থক, সহযোগী শতাধিক নারী-পুরুষ চড়াও হয় পুলিশের উপর। শুরু হয় হট্টগোল, আতঙ্কগ্রস্ত পরিবেশে হ্যান্ডকাপ নিয়েই দৌড়ে পালিয়ে যায় মাসুক মিয়া।
মারামারি ও পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও হ্যান্ডকাপ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযান পরিচালনাকারী এসআই ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আজহারুল ইসলাম।
এসআই কামাল হোসেন বলেন, "আমরা যদি কথা বলতাম তাহলে মাইর খাইতাম। তিনি হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করে বলেন, আমরা একটা কৌশল অবলম্বন করছি। লোকজন অনেক খারাপ ব্যবহার করেছে, তবে কেউ মার খায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মারামারিতে আহত হয়েছে কমপক্ষে ২ জন পুলিশ সদস্য।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৭ জুলাই সন্ধ্যায় মিজানুর রহমান (৩৬) ও ইমরুল কায়েস (২৯) নামে ২ পুলিশ সদস্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে সেখানে।
উল্লেখ্য, মাসুক মিয়া জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা চেষ্টা মামলার ৯৭ নম্বর আসামি।
এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম বলেন, হ্যান্ডকাপ নেইনি। আসামি ধরতে গিয়েছিল, স্থানীয় লোকজনে ব্যারিকেড দেয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে পুলিশকে মারপিট করে পালিয়ে গেছে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার অভিযুক্ত আসামি গোর্কণ ইউপি সদস্য মো. মাসুক মিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে আসামি মাসুক মিয়া (৪০) কে গ্রেপ্তার করতে এসআই কামাল হোসেনের নেতৃত্বে অভিযানে যায় পুলিশের ১টি টিম।
স্থানীয় একাধিক সূত্র মতে, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাসুক মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে আসতে চাইলে তার স্বজন, সমর্থক, সহযোগী শতাধিক নারী-পুরুষ চড়াও হয় পুলিশের উপর। শুরু হয় হট্টগোল, আতঙ্কগ্রস্ত পরিবেশে হ্যান্ডকাপ নিয়েই দৌড়ে পালিয়ে যায় মাসুক মিয়া।
মারামারি ও পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও হ্যান্ডকাপ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযান পরিচালনাকারী এসআই ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আজহারুল ইসলাম।
এসআই কামাল হোসেন বলেন, "আমরা যদি কথা বলতাম তাহলে মাইর খাইতাম। তিনি হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করে বলেন, আমরা একটা কৌশল অবলম্বন করছি। লোকজন অনেক খারাপ ব্যবহার করেছে, তবে কেউ মার খায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মারামারিতে আহত হয়েছে কমপক্ষে ২ জন পুলিশ সদস্য।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৭ জুলাই সন্ধ্যায় মিজানুর রহমান (৩৬) ও ইমরুল কায়েস (২৯) নামে ২ পুলিশ সদস্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে সেখানে।
উল্লেখ্য, মাসুক মিয়া জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা চেষ্টা মামলার ৯৭ নম্বর আসামি।
এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম বলেন, হ্যান্ডকাপ নেইনি। আসামি ধরতে গিয়েছিল, স্থানীয় লোকজনে ব্যারিকেড দেয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
২৬ মিনিট আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে