ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মায়ের কুলখানির দিনে বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন (৪০)। তিনি নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে এবং দৈনিক আমার দেশ এর উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন মনিরের চাচাতো ভাই।
জানা যায়, ২ জানুয়ারি তার মায়ের মৃত্যু হয়। এর আগে ২৯ ডিসেম্বর তার আপন চাচি মারা যান। এর কয়েকদিন আগে তার মামা ও মামী মারা যান।
মঙ্গলবার আবুল হোসেনের মায়ের কুলখানির জন্য সোমবার রাতে জবাইকৃত গরুর বর্জ্য পরিষ্কার করে বাড়ির পাশে পুকুর পাড় ফেলতে গিয়ে রাত আনুমানিক ১১টার দিকে অসাবধানতাবশত তিনি নারিকেল গাছে ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী, ছেলে আহত হন। পরে পরিবারের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আবুল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তার স্ত্রী ও ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসে।
মঙ্গলবার জোহর নামাজের পর আলীয়াবাদ দক্ষিণ কবরস্থান মাঠে জানাজা শেষে আলীয়াবাদ দক্ষিণ কবরস্থানে তার লাশ দাফন করা হয়। আবুল হোসেন এর জানাজা পড়িয়েছেন তার ছেলে।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন, জামায়েত নেতা অ্যাডভোকেট আবদুল বাতেন, বিএনপি নেতা রাজীব আহসান চৌধুরী পাপ্পু, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতা নজরুল ইসলাম নজুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও এলাকার কয়েক হাজার মুসল্লি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

