আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হামলাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হামলাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় কালু মিয়া (৫৫) প্রকাশ (কেরাটি কালু) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১আগস্ট) ভোরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কালু মিয়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং তিনি একই ইউনিয়নের নোয়ারবিলা এলাকার সিদ্দিক আহমদের পুত্র।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানা যায়, আটক কালু মিয়া নিজ বাড়িতে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, কালু মিয়াকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন