বাংলাদেশের পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার ইয়াংজিং কারবারি পাড়ার কাছে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মি ও রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরএসও’র যোদ্ধাদের মধ্যে দিনভর গোলাগুলি হয়েছে। তবে গোলাগুলিতে হতাহত ও ক্ষয়ক্ষতি নিশ্চিত করা যায়নি।
কক্সবাজারের রামুতে দায়িত্ব পালন করা ৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
তিনি জানান, আলিকদম সীমান্তের ওপারে মায়ানমারের অভ্যন্তরে গোলাগুলির এই ঘটনা ঘটে। তবে বিষয়টি বাংলাদেশের কোনো বিষয় নয়। কিন্তু বিজিবি পরিস্থিতির উপর নজর রাখছে।
আলীকদমের স্থানীয় সুত্র জানিয়েছে, আলীকদমের ইয়াংজিং কারবারি পাড়ার কাছে ৫৬ নাম্বার সীমান্ত পিলার বরাবর ওই ঘটনা ঘটে। বাংলাদেশের এই এলাকাটি মায়ানমার সীমান্তের সবচেয়ে কাছাকাছি। ওপারে গোলাগুলি হলে এপারে স্পষ্ট শব্দ শোনা যায়।

