কুলাউড়ার শরীফপুরে এক তরুণকে হত্যা, আটক ৪

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১৫: ১৪
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৫: ১৬

কুলাউড়ার সীমান্তবর্তী এলাকায় প্রতিপক্ষের হামলায় জেবুল মিয়া (২৬) নামে এক তরুণ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শরীফপুর ইউনিয়নের দত্ত গ্রামের রহমত মিয়ার পুত্র জেবুল মিয়ার সঙ্গে একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ব্যবসায়ী জাবের মিয়ার মনোমালিন্য চলে আসছিল।

শনিবার সন্ধ্যায় জাবের ও সুমন মিয়া জেবুল মিয়াকে খবর দেয় নিশ্চিন্তপুর গ্রামের আতিকের দোকানে আসার জন্য। খবর পেয়ে জেবুল মিয়া আতিকের দোকানে আসার পর উভয়ে বাগবিতন্ডায় লিপ্ত হন। একপর্যায়ে জাবের মিয়ার লোকেরা জেবুল মিয়াকে দা দিয়ে কোপায়। পরে রক্তাক্ত অবস্থায় জেবুল মিয়াকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে রাত ১১টায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, অফিসার ইনচার্জ মো. গোলাম আফছার নিহত জেবুল মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আজ সকালে তার লাশ মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশাহীদ মিয়া (৪০), সুমন মিয়া (২১), রাকিব (৪০) ও আতিক (৪১)-কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি আফছার আমার দেশকে বলেন, খুনের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত