আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উখিয়ায় সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
উখিয়ায় সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছৌয়াংখালী এলাকায় সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে উপজেলার ছৌয়াংখালী পিসিং খাট এলাকা সংলগ্ন সাগর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল বেলায় সাগরে মাছ ধরার উদ্দেশ্যে মনজুর আলমের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে নামেন হোছনসহ আরও কয়েকজন। এ সময় হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগরের ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে লাশ উদ্ধার করা হয়েছে। জেলে মো. হোছন (২৫) ছৌয়াংখালী এলাকার আব্দু মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হোছনের স্বজন প্রত্যক্ষদর্শী শামিম শুভ জানান, সারারাত খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। ভোরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধারের পর দাফন করা হয়েছে৷

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন