আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাস উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, নিহত ১

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বাস উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, নিহত ১
দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি শহীদনগরের গৌরীপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে ১০ কিলোমিটারব্যাপী যানজট সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছে ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীরা।

বিজ্ঞাপন

যানজটের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি আমীরাবাদ হাইওয়ে থানার ইনচার্জ রাশেদ খান চৌধুরী। বাস দুর্ঘটনায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খালিয়াকান্দির ফারুক হাওলাদারের স্ত্রী শিল্পী বেগম (২৫) নিহত হয়েছেন বলে জানান তিনি।

শনিবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে গৌরীপুর এলাকায় ঢাকামুখী ও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ এই যানজট সৃষ্টি হয়।

নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছেন দৈনিক আমার দেশ-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি আশরাফুল আমিন । তিনি বলেন, গৌরীপুর থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যানজট। কখন ঢাকায় পৌঁছাবো বলতে পারছি না। হাইওয়ে পুলিশের কোনো তদারকি চোখে পড়েনি।

ভোর ৭টায় কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে দাউদকান্দির শহীদনগর এলাকায় এক ঘণ্টা বসে আছেন শাহ আলম। তিনি দৈনিক আমার দেশকে বলেন, "গুরুত্বপূর্ণ কাজে ঢাকা যাচ্ছি। এক ঘণ্টায় এক কিলোমিটার এসেছি। শুনেছি শহীদনগরে বাস উল্টে গেছে।

কুমিল্লা আমিরাবাদ হাইওয়ে থানার ইনচার্জ রাশেদ খান চৌধুরী দৈনিক আমার দেশ বলেন, "শনিবার ভোর চারটায় ঢাকামুখী ঈগল পরিবহন দুর্ঘটনা শিকার হয়। এক ঘণ্টার মধ্যে বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। এখন যানজট কমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...