কক্সবাজারের টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা ডাকাতের গুলিতে সুমাইয়া আকতার (১৮) নামে এক যুবতী নিহত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া টেকনাফের নোয়াখালী পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে। এ তথ্যটি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইলিয়াস।
সুমাইয়ার পিতা আবু বকর জানান, শুক্রবার মাগরিবের আগে বাড়ির আঙ্গিনায় সবাই একত্রে বসেছিলাম। এ সময় পাহাড়ের দিক থেকে রোহিঙ্গা ডাকাতদের দু'পক্ষের সংঘর্ষ ছোড়া গুলিতে আমার মেয়ে সুমাইয়া আকতারের বুকে এসে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, নোয়াখালী পাড়া এলাকায় ডাকাতদের সংঘর্ষে এক তরুণী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে । ডাকাতদের বিরুদ্ধে অভিযান চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

