ভাতিজার গুলিতে চাচা নিহত, বিচার চাইলেন স্ত্রী জুলেখা

উপজেলা প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার)
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ২৩
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ২৫

কক্সবাজারের মহেশখালী উপজেলার সন্ত্রাস কবলিত কালারমারছড়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা সাদ্দামের গুলিতে চাচা শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪২) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার রাত ১১ ঘটিকার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা খউস্বরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দোয়েল ওই এলাকার মৃত ফজল হকের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার মৃত ছিদ্দিক আহমেদ মাতাব্বরের পুত্র। সাদ্দাম ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়েলের বড় ভাইয়ের সাথে সাদ্দামের ঘটনার দিন জমি নিয়ে কথা কাটাকাটি হয় বাড়ির আঙ্গিনায়। এ সময় দোয়েল ভাতিজা সাদ্দামকে বেয়াদবি না করে চলে যেতে বলেন। এরপর সাদ্দাম চলে যায়। ঘণ্টাখানেক পর দোয়েল বসভিটায় বসে গল্প করছিল। এ সময় সাদ্দামের নেতৃত্বে ৩-৪ জন সন্ত্রাসী দোয়েলকে গুলি করে।

পরে তাকে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জুলেখা বেগম স্বামী হত্যার বিচার চেয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তিনি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, দোয়েল নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার তদন্তসহ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত