৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে গণিতে প্রথম কুবির অলি উল্লাহ

আব্দুল্লাহ আল মামুন, কুবি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৯: ৫০

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডার গণিতে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. অলি উল্লাহ। ২০২২ সালের মাঝামাঝি থেকে বিসিএসের প্রস্তুতি শুরু করে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এ সাফল্য অর্জন করেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, অলি উল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা গ্রামের মো. আ. হেকিম ও মনোয়ারা খাতুনের সন্তান। চার বোনের একমাত্র ভাই তিনি। নিজ জেলা থেকেই এসএসসি ও এইচএসসি পাস করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে ২০২০-২১ শিক্ষাবর্ষে গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

শিক্ষাজীবন শেষ করে ২০২৪ সালে তিনি কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

অলি উল্লাহ বলেন, আমি মনে করি, বাবা-মা, বোন, শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র সকলের দোয়া, আমার পরিশ্রম আর আল্লাহর রহমতেই ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে গণিত থেকে প্রথম স্থান অর্জন করেছি।

বিসিএস প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, সবচেয়ে বড় শর্টকাট সবচেয়ে বেশি পড়া। কারণ বিশাল সিলেবাস আর লাখো প্রতিযোগীর মধ্যে নিজেকে আলাদা করতে হলে প্রচুর জানতে হবে। শর্টকাট সাজেশনে ভরসা রাখলে প্রিলি, রিটেন বা ভাইভার যেকোনো একটিতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ নভেম্বর) ৪৯তম বিসিএসের (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত