আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রাম বন্দর অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে আগস্টের কন্টেইনার হ্যান্ডলিং

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দর অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে আগস্টের কন্টেইনার হ্যান্ডলিং

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে আগস্ট মাসের কন্টেইনার হ্যান্ডলিং অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বন্দরের প্রতিষ্ঠালগ্ন থেকে এর আগে এই রেকর্ড কখনও অর্জিত হয়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এসব তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, গত ৭ জুলাই থেকে এনসিটির দুই, তিন, চার, পাঁচ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেয় সিডিডিএল। গত ২৮ আগস্ট একদিনে পাঁচ হাজার ১৯ টিই্ইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে একটি নতুন রেকর্ড সৃষ্টি করে প্রতিষ্ঠানটি।

এক লাখ ২২ হাজার ৫১৭ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের হাত ধরে দেশের প্রধান সমুদ্র বন্দরে এ রেকর্ড আসে। সর্বশেষ দিনের হিসেবেও রেকর্ড করে চট্টগ্রাম বন্দর। ৩১ আগস্ট পাঁচ হাজার ৬১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। যা ২৮ আগস্টের পাঁচ হাজার ১৯ টিইইউএস হ্যান্ডলিং রেকর্ডকে পেছনে ফেলে। বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি বন্দরের চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড ( সিডিডিএল) এর নতুন মাইলফলক। একই মাসে দুই মাইলফলক অর্জন দেশের বাণিজ্যিক প্রবেশদ্বারকে আরও গতিশীল করে তুলবে। প্রতিষ্ঠানটির এই অর্জনকে বন্দর উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করেছে।

এর তিনদিন পর ৩১ আগস্ট সেই রেকর্ড ভেঙে পাঁচ হাজার ৬১ টিইইউএস হ্যান্ডলিং করা হয়। আগস্টে এনসিটিতে মোট ৭৫ হাজার ৫৮৭ টি কন্টেইনার বক্স হ্যান্ডলিং হয়। যা টিইইউএস হিসেবে এক লাখ ২২ হাজার ৫১৭তে দাঁড়ায়। বন্দরের ইতিহাসে এটি একমাসের কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্ব্বোচ্চ।

বন্দরের কর্মকর্তারা জানান, এই অগ্রগতি বন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এটি আমদানি-রপ্তানিতে যেমন গতি আনবে তেমনি বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে দেশের ব্যবসা বান্ধব অবকাঠামো এবং পরিচালন দক্ষতার শক্তিশালী বার্তা যাবে। যা সামগ্রকি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন