
বর্ধিত ট্যারিফ আদায় করতে না পারার জের
চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার থেকে সব রপ্তানি কার্যক্রম বন্ধ
বন্দর ব্যবহারকারীরা বলছেন, শতভাগ রপ্তানিপণ্য, খালি কনটেইনারের বড় অংশ ও ৬৫ ধরনের আমদানি পণ্য হ্যান্ডলিং করে ১৯টি বেসরকারি কনটেইনার ডিপো বা অফডক কর্তৃপক্ষ। অফডকের অপারেশন বন্ধ হলে মুখ থুবড়ে পড়বে পুরো বন্দরের কার্যক্রম। তাই এখনই কার্যকর উদ্যোগ না নিলে বিপর্যয় নামবে জাতীয় অর্থনীতিতে।























