আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-কক্সবাজার রুটে শ্যামলী পরিবহনের হেলপার নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

ঢাকা-কক্সবাজার রুটে শ্যামলী পরিবহনের হেলপার নিখোঁজ

চাঁদপুরের হাজীগঞ্জ প্রভাতী নিউজ এজেন্সির পত্রিকা বিলিকারক এনামুল হক মজুমদারের ভাগিনা শরিফ হোসেন (৩০) ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন।

১৮ অক্টোবর, ২০২৫ থেকে তার কোনো খোঁজখবর পায়নি পরিবার। তিনি ঢাকা-কক্সবাজার রুটে শ্যামলী পরিবহনে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

নিখোঁজ শরিফ হোসেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া, মনিনাগ মজুমদার বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে নিখোঁজ শরিফের বোন রোজিনা আক্তার ঢাকার সূত্রাপুর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর সকাল ১০টার দিকে বাড়ি থেকে হাজীগঞ্জ বাজার হয়ে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

তার পরিবার নিখোঁজ শরিফের সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব মহলের সহযোগিতা চেয়েছে। সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৮৩১-৪৬১২১৪।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন