স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অন্তত ৪০ জন জেলে ও মাছ ধরার পাঁচটি ট্রলার অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব সাগর এলাকায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় জেলেদের বরাতে জানা গেছে, হঠাৎ মিয়ানমার সীমান্ত থেকে একটি স্পিডবোট এসে ট্রলারগুলোকে ধাওয়া করে। পরে অস্ত্রের মুখে জেলেসহ পাঁচটি ট্রলার ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
’
টেকনাফ খাইয়ুক খালী ঘাটের ট্রলার মালিক সমিতির নেতা সাজ্জাদ হোসেন বলেন, ‘ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলোর মধ্যে আমাদের ঘাটের তিনটি এবং শাহপরীর দ্বীপ ঘাটের দুটি রয়েছে। তবে এখনো মালিকদের শনাক্ত করা যায়নি।’
এর আগে গত ২৩ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে নয়টি ট্রলারসহ ৬৪ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ নিয়ে ট্রলার মালিক সমিতি সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি, বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’
বিজিবি ও ট্রলার মালিক সমিতির তথ্য অনুযায়ী, গত আট মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩১৮ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা হলেও বাকি জেলেরা এখনো মুক্তি পাননি।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অন্তত ৪০ জন জেলে ও মাছ ধরার পাঁচটি ট্রলার অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব সাগর এলাকায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় জেলেদের বরাতে জানা গেছে, হঠাৎ মিয়ানমার সীমান্ত থেকে একটি স্পিডবোট এসে ট্রলারগুলোকে ধাওয়া করে। পরে অস্ত্রের মুখে জেলেসহ পাঁচটি ট্রলার ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
’
টেকনাফ খাইয়ুক খালী ঘাটের ট্রলার মালিক সমিতির নেতা সাজ্জাদ হোসেন বলেন, ‘ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলোর মধ্যে আমাদের ঘাটের তিনটি এবং শাহপরীর দ্বীপ ঘাটের দুটি রয়েছে। তবে এখনো মালিকদের শনাক্ত করা যায়নি।’
এর আগে গত ২৩ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে নয়টি ট্রলারসহ ৬৪ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ নিয়ে ট্রলার মালিক সমিতি সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি, বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’
বিজিবি ও ট্রলার মালিক সমিতির তথ্য অনুযায়ী, গত আট মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩১৮ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা হলেও বাকি জেলেরা এখনো মুক্তি পাননি।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২৫ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪৪ মিনিট আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
৩ ঘণ্টা আগে