আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেন্টমার্টিনে ৪০ জেলে ও ৫ ট্রলার অপহরণ করল আরাকান আর্মি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
সেন্টমার্টিনে ৪০ জেলে ও ৫ ট্রলার অপহরণ করল আরাকান আর্মি
(ছবি সংগৃহীত)

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অন্তত ৪০ জন জেলে ও মাছ ধরার পাঁচটি ট্রলার অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’।

বিজ্ঞাপন

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব সাগর এলাকায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় জেলেদের বরাতে জানা গেছে, হঠাৎ মিয়ানমার সীমান্ত থেকে একটি স্পিডবোট এসে ট্রলারগুলোকে ধাওয়া করে। পরে অস্ত্রের মুখে জেলেসহ পাঁচটি ট্রলার ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

টেকনাফ খাইয়ুক খালী ঘাটের ট্রলার মালিক সমিতির নেতা সাজ্জাদ হোসেন বলেন, ‘ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলোর মধ্যে আমাদের ঘাটের তিনটি এবং শাহপরীর দ্বীপ ঘাটের দুটি রয়েছে। তবে এখনো মালিকদের শনাক্ত করা যায়নি।’

এর আগে গত ২৩ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে নয়টি ট্রলারসহ ৬৪ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ নিয়ে ট্রলার মালিক সমিতি সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি, বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

বিজিবি ও ট্রলার মালিক সমিতির তথ্য অনুযায়ী, গত আট মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩১৮ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা হলেও বাকি জেলেরা এখনো মুক্তি পাননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন