উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চেইঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রিহান উদ্দিন মাহিন (১৫)। তিনি স্থানীয় সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মাহিনসহ তিন কিশোর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তারা একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলে হামলাকারীরা জোর করে নিচে নামিয়ে আনেন। এরপর ব্রিজের ওপর বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মারা যান মাহিন। গুরুতর আহত অপর দুই কিশোর মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে।
আহতদের পরিবারের দাবি, মানিক ও রাহাত কোনো ধরনের চুরির সঙ্গে জড়িত ছিল না। তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। নিরীহ কিশোরদের ওপর এমন নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “কয়েকজন কিশোরকে স্থানীয় কিছু যুবক চোর সন্দেহে ধাওয়া করে। পরে তাদের ধরে মারধর করা হয়। এতে মাহিন নিহত হয়, আরও দুজন আহত হয়। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।” আটক দুই যুবক বর্তমানে থানায় রয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চেইঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রিহান উদ্দিন মাহিন (১৫)। তিনি স্থানীয় সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মাহিনসহ তিন কিশোর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তারা একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলে হামলাকারীরা জোর করে নিচে নামিয়ে আনেন। এরপর ব্রিজের ওপর বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মারা যান মাহিন। গুরুতর আহত অপর দুই কিশোর মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে।
আহতদের পরিবারের দাবি, মানিক ও রাহাত কোনো ধরনের চুরির সঙ্গে জড়িত ছিল না। তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। নিরীহ কিশোরদের ওপর এমন নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “কয়েকজন কিশোরকে স্থানীয় কিছু যুবক চোর সন্দেহে ধাওয়া করে। পরে তাদের ধরে মারধর করা হয়। এতে মাহিন নিহত হয়, আরও দুজন আহত হয়। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।” আটক দুই যুবক বর্তমানে থানায় রয়েছে বলে জানান তিনি।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে