চুয়াডাঙ্গায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস । সে তুলনায় গত চার দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমেছে।
আবার সূর্যের আলো তীব্র থাকায় দিনের বেলায় তেমন শীত থাকছে না। তবে রাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
আরো এক-দুই দিন তাপমাত্রা একই ধরনের থাকতে পারে বলে তিনি জানান।
এ মৌসুমে জেলায় দুই মাস ধরে শীত পড়ছে। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে একরকম অসহায় হয়ে পড়েছে। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

