আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওবায়দুল কাদের পালালেও তার প্রভাবে চলছে প্রবাসীর জমি দখলের চেষ্টা

জেলা প্রতিনিধি, ফেনী
ওবায়দুল কাদের পালালেও তার প্রভাবে চলছে প্রবাসীর জমি দখলের চেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রভাব খাটিয়ে ফেনীতে প্রবাসীর জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আফছারুল আলম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

ব্যানারে লেখা ছিল ‘ওবায়দুল কাদের ও ফ্যাসিস্টদের প্রভাব খাটিয়ে প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারার অভিযোগ’

লিখিত বক্তব্যে আফছারুল আলম জানান, ১৯৯১ সালে ৮ লাখ টাকার বিনিময়ে মধুপুর মৌজায় ৩৯.৫০ শতাংশ জমি কিনে রেজিস্ট্রি করেন। জমিটি তার নামে সাফ কবলা নম্বর ৭৫২৩ মূলে নিবন্ধিত হয় এবং পরবর্তীতে খতিয়ানভুক্ত ও জরিপে তার নামে সৃজিত হয়। বর্তমানে জমিটির খাজনাও ২০২৫-২০২৬ সাল পর্যন্ত পরিশোধ করা হয়েছে।

আফছারুলের অভিযোগ, সম্প্রতি স্থানীয় প্রভাবশালী মহল তার কাছে চার কোটি টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দেয়ায় প্রতিপক্ষ তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং একাধিক মিথ্যা মামলা করেছে। এর মধ্যে দুটি মামলায় আদালত ইতোমধ্যে তার পক্ষে রায় দিয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন জমিটি পরিত্যক্ত থাকায় সেখানে জঙ্গল সৃষ্টি হয়েছিল। সম্প্রতি বালি ভরাটের কাজ শুরু করলে গত ৯ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আটক করে জরিমানা করেন। এ সময় তাকে বা তার প্রতিনিধিদের কিছু না জানিয়ে এ পদক্ষেপ নেয়া হয়।

তিনি দাবি করেন, এ ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেত্রী নাসরিন আক্তার শিমনের প্ররোচনা রয়েছে।

সংবাদ সম্মেলনে আফছারুল আলম গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমার জমি দখলের ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রচার করুন এবং দখল চক্রের মুখোশ উন্মোচন করুন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন