নৌকায় ভোট চাওয়া আব্বাস উদ্দিন কুমিল্লা জেলার বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৪: ০২

প্রকাশ্য দিবালোকে নৌকা মার্কা ভোট চাওয়া এক ব্যক্তিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক করা হয়েছে। তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডার। সম্পর্কে তিনি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার আপন বোনজামাই। ১৬ বছর আওয়ামী লীগের সাথে কাজকর্ম করেছেন তিনি। ৫ আগস্টের পরে বোল পাল্টিয়ে বিএনপির পদ বাগিয়ে নিয়েছেন আব্বাস উদ্দিন কমান্ডার ।

বিজ্ঞাপন

জানা যায় , কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয় । আর সেই স্থানেই অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তার আপন বোনজামাই আব্বাস কমান্ডারকে যুগ্ম আহ্বায়ক পদটি পুরস্কৃত করেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, কুসুম ভুঁইয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম ভুইয়ার ছোট ভাই। সন্ত্রাসী বাহিনীর প্রধান আওয়ামী লীগের ক্যাডার নিয়ে চলে। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তাজুল ইসলামের পক্ষে কাজ করায় দল থেকে বহিষ্কার করা হয়। এখন পুনরায় দলে নেয়া হয়। এছাড়াও আব্বাস উদ্দিন ছেলে আব্দুল কাদের নিয়ন্ত্রণ করার মেঘনা উপজেলার মাদক কারবার ।

আব্বাস কমান্ডার চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িত।‌ ১৭ বছর দলের সাথে ছিল না। নির্বাচনে সে নৌকায় ভোট চেয়েছে। এমন অনেক ছবি আছে সবার কাছে। কেউ কিছু বললে তাকে দল থেকে বহিষ্কার করার পাঁয়তারা করে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। মেঘনা উপজেলার সব সিন্ডিকেটের প্রধান আব্বাস কমান্ডার । তার কথা ছাড়া মেঘনা উপজেলায় কোনো কাজকর্মই হয় না।

মেঘনা উপজেলা বিএনপির নেতা মিজানুর রহমান বলেন, কিছু দিন আগে সরকারি চাল ধরেছিল প্রশাসন । এগুলোর সাথে আব্বাস কমান্ডারের লোক জড়িত। সেলিম ভূঁইয়া তার বোনকে বানিয়েছেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। আরেক বোন মহিলা দলের উপদেষ্টা। ১৬ বছর আব্বাস কমান্ডার বিএনপি'র কোনো পদে ছিলেন না। তিনি আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথেই রাজনীতি করেছে। নৌকা মার্কায় ভোট চেয়েছেন, এটা সবাই দেখেছেন।

মেঘনা উপজেলায় মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করার বিষয়ে জানতে চাইলে আব্বাস উদ্দিন কমান্ডারের ছেলে আব্দুল কাদের বলেন, এগুলো সব মিথ্যা কথা। আমি ঠিকাদারি কাজ করি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এগুলা ছড়াচ্ছে।

এসব অভিযোগের বিষয়ে আব্বাস উদ্দিন কমান্ডার বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমাকে হেয় করার জন্য একটি মহল এই কাজগুলো করছে। ছবি থাকলেই আওয়ামী লীগ হয়ে গেছে নাকি। এ রকম অনেক ছবি আছে । সেলিম ভূঁইয়া আগামীতে এমপি হবে। তাকে ঠেকানোর জন্যই আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে একটি মহল ।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কেউ টেন্ডারবাজি চাঁদাবাজি করলে ব্যবস্থা নেয়া হবে। কোনো তথ্য উপাত্ত থাকলে থাকে আমাদের কাছে পাঠান। আমরা দলের হাইকমান্ডের কাছে পাঠাবো ।

এই বিষয়ে জানতে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে মুঠোফোনে একাধিকবার কল হয়। তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠানো হলে কোনো উত্তর দেননি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত