শহীদ রিজভীর কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামীম

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২১: ৪৪

নোয়াখালী হাতিয়ায় ২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ রিজভীর কবর জিয়ারত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

শুক্রবার বিকেলে হরণী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে শহীদ রিজভীর স্বজনদের সাথে দেখা করেন তিনি।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, শহীদ রিজভীর পিতা মো: জামাল উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলা উদ্দিন রনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুতফুল্লাহিল মজিদ নিশান, হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকতারুজ্জামান দোলন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব ফাহিম উদ্দিনসহ উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

কবর জিয়ারত শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম শহীদ রিজভীর উদ্দেশে করা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

পরে তিনি শহীদ রিজভীর পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি শহীদ রিজভীর পরিবারকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের শহীদ রিজভীর পরিবারের খোঁজ খবর রাখার জন্য নির্দেশ দেন।

শহীদ মাহমুদুল হাসান রিজভী লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্টট্রিক্যাল ট্রেডের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের মো: জামাল উদ্দিনের ছেলে।

২০২৪ সালের ১৮ জুলাই নর্দান বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ও ছাত্রলীগের হামলায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তাকে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুর গ্রামে নানার বাড়ির কবরস্থানে দাফন করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত