আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বন্দুকসহ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বন্দুকসহ গ্রেপ্তার

বান্দরবান জেলার লামা উপজেলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাইংপা মুরুং (৪৯) কে অবৈধ বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলা সদর ইউনিয়নের শীলেরতুয়া এলাকার চংবট মুরুং পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাইংপা মুরুং চংবট মুরুং পাড়ার বাসিন্দা মৃত রাংলাই মুরুংয়ের ছেলে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে কাইংপা মুরুং এর বিরুদ্ধে আলীকদম থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ ২০০২ সালে লামা উপজেলায় রুজুকৃত অপর একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের জিআর সাজা পরোয়ানা মুলতবী রয়েছে।

পরোয়ানা ও কারাদন্ডের পর থেকে কাইংপা মুরুং গা ঢাকা দেন। এক পর্যায়ে মঙ্গলবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল’র নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা চংবট মুরুং পাড়ায় অভিযান চালায়।

এ সময় দেশিয় তৈরি একটি অবৈধ এক নলা বন্দুক সহ কাইংপা মুরুংকে গ্রেপ্তার করে পুলিশ।

লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, সাজাপ্রাপ্ত পলাতক মুরুংকে বন্দুকসহ গ্রেপ্তারের পর অস্ত্র আইনের ১৮৭৮ এর ১৯ (এ) ধারা মতে মামলা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন