ভুয়া করোনা রিপোর্ট: প্রভা হেলথের বিরুদ্ধে সমন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৮: ২৯
প্রভা হেলথ এর বিরুদ্ধে সমন

ভুয়া করোনা রিপোর্ট তৈরি করে রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ঢাকার নামকরা ডায়াগনস্টিক সেন্টার প্রভা হেলথ-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক ইব্রাহিম খলিল মামলার শুনানি শেষে তিন আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

বিজ্ঞাপন

মামলাটি করেছেন প্রতারণার শিকার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার।

আসামিরা হলেন,প্রভা হেলথের ব্যবস্থাপনা পরিচালক ডা. সিমিন এম. আকতার, সিনিয়র পরিচালক ডা. জাহিদ হোসেইন, জুনিয়র সায়েন্টিফিক অফিসার রেজোয়ান আল রিমন।

অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানান, ২০২১ সালের মার্চে হার্ট অ্যাটাকের পর এনজিওগ্রামের জন্য তিনি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেন এবং অনলাইনে বিজ্ঞাপন দেখে প্রভা হেলথে করোনা টেস্ট করান। টেস্টে ‘পজিটিভ’ রিপোর্ট পাওয়ায় সন্দেহ হলে অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা করিয়ে ‘নেগেটিভ’ রিপোর্ট পান এবং এরপর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রিং পরানোর চিকিৎসা গ্রহণ করেন।

তিনি অভিযোগ করেন, প্রভা হেলথ তার কাছে ভুয়া রিপোর্টের ভিত্তিতে এক লাখ টাকার প্যাকেজে ভর্তি হওয়ার প্রস্তাব দেয়। পরে ভুল স্বীকার করলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। রাজনৈতিক ছত্রছায়ায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই এ ধরনের প্রতারণা করে আসছিল বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় প্রতারণা, জালিয়াতি ও অবহেলায় প্রাণহানির আশঙ্কা জনিত ধারায় মামলাটি দায়ের হয়েছে বলে জানিয়েছেন সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত