জুলাই সনদ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের জন্য অপরিহার্য : শাহজাহান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৯: ৪৯

জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই সনদ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের জন্য অপরিহার্য। জুলাই সনদের স্বীকৃতির মাধ্যমে আমরা আগামীতে একটি শক্তিশালী দেশ গঠন করতে সক্ষম হবো। অন্যথায় আবারো আমাদের পুরাতন বন্দোবস্তের নিকট বন্দি থাকতে হবে।

শুক্রবার মহেশখালী উপজেলা উত্তর শাখা আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জামায়াতে ইসলামী দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, বরং দেশ ও দেশের মানুষের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পাঁচ দফা দাবিতে দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের ডেডলাইন ঘোষণা করলেও সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। সামাজিক নিরাপত্তা ও মূল্যবোধ প্রতিষ্ঠা লাভ করেনি। আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে এহেন অবস্থার পরিবর্তনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে সচেষ্ট থাকবো।

উপজেলা আমির মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা বশীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, কক্সবাজার শহর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মাওলানা উসমান গনি ও হাসান শরীফ রুবেল প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত