ঢাকায় আটক দেবিদ্বারের যুবলীগ নেতা কাজী সুমন

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৮: ১৭

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার আসামি পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলামকে (কাজী সুমন) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে আটকের পর ওই যুবলীগ নেতাকে মোহাম্মদপুর থানা হস্তান্তর করেন। কাজী তরিকুল ইসলাম (সুমন) দেবিদ্বার পৌর এলাকার মরহুম কাজী আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা। ওই মামলায় পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম (কাজী সুমন) এজহারানামীয় আসামি। হাসিনা দেশ ত্যাগের পর তার দলীয় নেতাকর্মীরা পালিয়ে যায়। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকায় নারী নির্যাতনের ঘটনায় সেনাবাহিনীর হাতে ওই যুবলীগ নেতা কাজী সুমন আটক হয়। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই যুবলীগ নেতা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি। রাতেই বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে জানালে শনিবার দিবাগত রাত সাড়ে ৪টায় পুলিশ কাজী সুমনকে দেবিদ্বার থানা নিয়ে আসেন এবং রোববার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত কাজী সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. মইনউদ্দিন বলেন, ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে কাজী তরিকুল ইসলাম (সুমন) আটক হয়। পরে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করলে সেখান থেকে আমরা দেবিদ্বার থানায় নিয়ে এসে রোববার দুপুরে কুমিল্লা কোর্টে প্রেরণ করি। তিনি বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে রুবেল হত্যা মামলার এজহারনামীয় আসামি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত