আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ গৃহবধূ শিউলি বেগম (৪২) মৃত্যুবরণ করেছেন। ঢাকা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার গভীর রাতে মারা যান।

বিজ্ঞাপন

চাঁদপুর পৌরসভার সহকারী কর আদায়কারী এনায়েত উল্লা বেপারীর স্ত্রী শিউলি বেগম। গত রোববার রাত ৮টায় শহরের চৌধুরীপাড়ায় নিজ বাসভবনে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে শিউলির স্বামী এনায়েত ও তার মেয়ে পিংকিও আহত হন। গুরুতর অগ্নিদ্বগ্ধ শিউলিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। বৃহস্পতিবার দুপুরে মৈশাদী বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন