চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো একজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৫, ২১: ২৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শনিবার দুপুর ১২টার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে আরো ছয়জনকে শনাক্ত করা হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

করোনায় মৃত রোগীর নাম ফজিলাতুন্নেছা। তিনি ফুসফুসজনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই গত শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ওই নারী আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার মধ্যরাতে মারা গেছেন। তিনি ফুসফুসের ক্যানসার আক্রান্ত ছিলেন। কোভিড আক্রান্ত হয়ে তিনদিন আগে তিনি জেনারেল হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চট্টগ্রামে গত এক সপ্তাহে দুইজনের মৃত্যু হলো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত