সমস্ত শিল্পাঞ্চল থেকে চাঁদাবাজি মুক্ত করার ঘোষণা আসলাম চৌধুরীর

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০২: ০২
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৩: ২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডসহ সমস্ত শিল্পাঞ্চল থেকে চাঁদাবাজি মুক্ত করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী।

রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্যের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি শিক্ষকদের সামাজিক মর্যাদা ও গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষকদের হয়ত অর্থনৈতিক দৈন্যতা থাকে, কিন্তু সমাজে তাদের যে সম্মান, মর্যাদা ও সামাজিক অবস্থান, তা ধন-সম্পদের কোনো স্কেলে মাপা যাবে না। জাতীয় অগ্রগতিতে তাদের ভূমিকাই সর্বাগ্রে।

আসলাম চৌধুরী বলেন, শিক্ষকেরা জ্ঞানের আলো ছড়িয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের ভিত গড়ে দেন। তাই তাদের প্রতি অসম্মান কখনোই করা যাবে না। শিক্ষকদের আদেশ-উপদেশ অনুসরণ করা গেলে জীবনে সফলতা আসবেই।

তিনি আরও বলেন, সীতাকুণ্ড অঞ্চলে শিল্পপতি ও ব্যবসায়ীদের অনুদানের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থার মানকে অনেক উঁচুতে নিয়ে যেতে চাই এবং উপজেলাকে শিক্ষার মানোন্নয়নে একটি মডেলে পরিণত করা হবে।

বেলাল হোসাইনের সভাপতিত্বে এবং সুমন দাস ও সালাউদ্দিন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হাসান আল মামুন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত