ইউসিবিএল থেকে ১৫ কোটি আত্মসাৎ

সাবেক ভূমিমন্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২০: ৩৯

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন। মামলা হয়েছে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ।

বিজ্ঞাপন

মামলায় শুধু জাবেদ ও তার স্ত্রীই নয়, অভিযুক্তদের তালিকায় আছেন তার ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরী, আত্মীয়স্বজন, ইউসিবিএলের সাবেক ও বর্তমান পরিচালক ও কর্মকর্তারা, এমনকি আরামিট গ্রুপের একাধিক কর্মকর্তাও।

মামলার এজাহারে বলা হয়েছে, জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্টের কর্মকর্তা জসীম উদ্দিন চৌধুরীকে ‘রিলায়েবল ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক বানিয়ে ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ‘ওয়ার্কিং ক্যাপিটাল’ বাবদ ১৫ কোটি টাকার টাইম লোন অনুমোদন করানো হয়।

বাস্তবে এই অর্থ রিলায়েবল ট্রেডিং-এর কোনো ব্যবসায়িক কাজে নয়, সরাসরি খরচ করা হয় আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের দেনা পরিশোধে।

এই ঘটনার ঠিক এক সপ্তাহ আগেই, গত ২৪ জুলাই জাবেদের বিরুদ্ধে আরেকটি মামলায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছিল দুদক। সেখানেও একই রকম কৌশলে ব্যাংক থেকে অর্থ বের করে নিজের ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠে আসে।

এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ। তিনি বলেন, পরিকল্পিতভাবে ব্যাংক ব্যবস্থাপনায় প্রভাব খাটিয়ে এ ধরনের অর্থ আত্মসাৎ শুধু দুর্নীতি নয়, রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত