অস্ত্র বিক্রি করতে গিয়ে দুই কারবারি আটক
উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৬: ২৮

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ অস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে দুই কারবারি।
বুধবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুরে চাকার দোকান এলাকা থেকে ছদ্মবেশী অভিযানে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- জেলার চকরিয়া উপজেলার সেলিম (৩৫) ও ঈদগাঁও উপজেলার জামশেদ (২০)।
ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান জানান, দেশীয় অবৈধ অস্ত্র বিক্রির সংবাদ পেয়ে দুপুর থেকে পুলিশ সদস্যরা লুঙ্গি ও গেঞ্জি পরে সাধারণ মানুষের মত ওই এলাকায় ছদ্মবেশে ফাঁদ পাতে। সন্ধ্যায় ফাঁদে আটকা পড়ে অস্ত্রসহ ওই দুই কারবারি।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com