খালেদা জিয়াকে ফেনী-১ আসনে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল

উপজেলা প্রতিনিধি, ছাগলনাইয়া (ফেনী)
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৭: ১১

ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়াকে দলের মনোনয়ন দেয়ায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিভিন্নস্থান থেকে এসে কলেজ রোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু,বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক বেলাল আহমেদ,ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, যুগ্ম আহ্বায়ক কপিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদারসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত