পরশুরাম-ফুলগাজীতে বন্যার্তদের ত্রাণ দিলেন বিএনপি নেতা মজনু

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৮: ৪৮

পরশুরাম-ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে তৈরি করা খাবার ও বিশুদ্ধ পানি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে পরশুরাম সরকারি কলেজে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আশ্রয় নেয়া দুই শতাধিক মানুষের মাঝে এসব খাবার ও পানি বিতরণ করেন তিনি। বিকালে ফুলগাজীতে বন্যার্ত মানুষের মাঝে তিনি নগদ টাকা বিতরণ করেন।

কয়েক দিনের টানা বর্ষণ ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় ৫০ গ্রাম পানিতে তলিয়ে গেছে। প্রায় ১৫ হাজার মানুষ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেয়া মানুষকে শুকনো ও রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।

পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদের উদ্যোগে খাবার বিতরণকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাত ১০টার দিকে পৌর এলাকার খোন্দকিয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটনের উদ্যোগে বন্যাদুর্গত দুবলাচাঁন, বাউরপাথর ও বাউরখুমা গ্রামের মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত