জেল থেকে বেরিয়ে ৫ দিনের মধ্যে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৪: ২৩

ফেনীতে শত্রুতার জেরে আলমগীর হোসেন সোহাগ (৪৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত সোহাগ জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর গ্রামের রুহুল আমিনের ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ আগস্ট) ভোরে একই গ্রামের বাসিন্দা ঘাতক নুরুজ্জামান এরশাদকে আটক কয়েছে পুলিশ। খুন করে পালানোর ৬ ঘণ্টা পর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগরে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ঘাতক এরশাদ পাঁচ দিন আগে কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে শত্রুতার জেরে সোহাগকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে।

পরে সোহাগকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল মহসিন বলেন, নিহত সোহাগের বুকে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত সোহাগের স্ত্রী শারমিন আক্তার জানান, স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তির সঙ্গে আমার স্বামীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে ছুরিকাঘাত করে আমার স্বামীকে হত্যা করে। আমি এই হত্যার বিচার উপযুক্ত চাই।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল আলম সিদ্দিকী জানান, পুলিশ অভিযুক্ত এরশাদকে আটক করেছে। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত