
জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে শত্রুতার জেরে আলমগীর হোসেন সোহাগ (৪৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত সোহাগ জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর গ্রামের রুহুল আমিনের ছেলে।
শুক্রবার (২৯ আগস্ট) ভোরে একই গ্রামের বাসিন্দা ঘাতক নুরুজ্জামান এরশাদকে আটক কয়েছে পুলিশ। খুন করে পালানোর ৬ ঘণ্টা পর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ঘাতক এরশাদ পাঁচ দিন আগে কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে শত্রুতার জেরে সোহাগকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে।
পরে সোহাগকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল মহসিন বলেন, নিহত সোহাগের বুকে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত সোহাগের স্ত্রী শারমিন আক্তার জানান, স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তির সঙ্গে আমার স্বামীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে ছুরিকাঘাত করে আমার স্বামীকে হত্যা করে। আমি এই হত্যার বিচার উপযুক্ত চাই।
এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল আলম সিদ্দিকী জানান, পুলিশ অভিযুক্ত এরশাদকে আটক করেছে। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।

ফেনীতে শত্রুতার জেরে আলমগীর হোসেন সোহাগ (৪৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত সোহাগ জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর গ্রামের রুহুল আমিনের ছেলে।
শুক্রবার (২৯ আগস্ট) ভোরে একই গ্রামের বাসিন্দা ঘাতক নুরুজ্জামান এরশাদকে আটক কয়েছে পুলিশ। খুন করে পালানোর ৬ ঘণ্টা পর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ঘাতক এরশাদ পাঁচ দিন আগে কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে শত্রুতার জেরে সোহাগকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে।
পরে সোহাগকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল মহসিন বলেন, নিহত সোহাগের বুকে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত সোহাগের স্ত্রী শারমিন আক্তার জানান, স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তির সঙ্গে আমার স্বামীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে ছুরিকাঘাত করে আমার স্বামীকে হত্যা করে। আমি এই হত্যার বিচার উপযুক্ত চাই।
এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল আলম সিদ্দিকী জানান, পুলিশ অভিযুক্ত এরশাদকে আটক করেছে। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।

মোটরসাইকেল চোর সন্দেহে গ্রাম্য পুলিশ দিয়ে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যান স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আশরাফুল ইসলাম। দুদিন ধরে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করেন তিনি।
২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েদিরাও ভোট দিতে পারবেন।
২ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়ায় বিপুল অস্ত্র, গুলি ও মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় গাজীরচট ও কান্দাইল এলাকা থেকে। এরপর তাদের গতকাল শুক্রবার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন করতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আক্তার হোসেন মারা গেছেন। শুক্রবার ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় মারা যান তিনি।
৩ ঘণ্টা আগে