আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছোট ফরিংগা সীমান্তে ৩১টি ভারতীয় গরু আটক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

ছোট ফরিংগা সীমান্তে ৩১টি ভারতীয় গরু আটক

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি’র আওতাধীন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তের তালতলী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩১টি গরু আটক করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ছোট ফরিংগা বিওপির একটি টহল দল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তালতলীতে ফাঁদ পেতে থাকে। চোরাকারবারিরা বাংলাদেশে অবৈধভাবে গরু নিয়ে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করে। এ সময় তারা গরুগুলো রেখে ভারতের দিকে পালিয়ে যায়। বিজিবি ঘটনাস্থল থেকে ৩১টি ভারতীয় গরু আটক করে।

রামগড় ৪৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে বলেন, ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি সকলকে অনুরোধ জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন