আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সড়ক বিভাজকের ওপর বাস, আহত বিএনপির ৩২ নেতাকর্মী

জেলা প্রতিনিধি, কুমিল্লা

সড়ক বিভাজকের ওপর বাস, আহত বিএনপির ৩২ নেতাকর্মী

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে পড়েছে একটি বাস। বুধবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বিএনপির ৩২ নেতাকর্মী। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী কলোনি থেকে ছেড়ে আসা একটি বাস বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর তুলে দেয় । এতে বাসে থাকা নেতাকর্মীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

লালমাই থানার অফিসার ইনচার্জ মো. আদেল আকবর বলেন, গতরাত দুইটার দিকে তারেক রহমানের জনসভায় উদ্দেশ্যে যাওয়া বাসটি দুর্ঘটনায় কবলে পড়ে। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন