আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষার্থীদের পুষ্টি বৃদ্ধিতে খাওয়ানো হচ্ছে দুধ ও ডিম

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

শিক্ষার্থীদের পুষ্টি বৃদ্ধিতে খাওয়ানো হচ্ছে দুধ ও ডিম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন ছাত্র-ছাত্রীকে ডিম ও দুধ খাওয়ানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উখিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩০০ শিক্ষার্থীকে এক গ্লাস দুধ ও একটি করে ডিম প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাসেম, প্রধান শিক্ষক নুরুল আবছার, শিক্ষক রুনা বড়ুয়া, আইরিন বড়ুয়া, ফারজানা আক্তার সুমি, বুবলি বড়ুয়া, নাসরিন আক্তার, সুমাইয়া তাসরিন এবং শাহাবুদ্দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...