কুমিল্লার মেঘনায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১১: ০১

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার চাল বিতরণকালে সুবিধাভোগীদের কাছ থেকেই এমন অভিযোগ পাওয়া যায়।

বিজ্ঞাপন

সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক ভিজিএফ কার্ডধারীকে ১০ কেজি করে চাল বিনামূল্যে দেয়ার কথা। তবে উপস্থিত সুবিধাভোগীদের দাবি, তাদের কেউ পেয়েছেন ৮ কেজি ৪০০ গ্রাম, কেউ ৮ কেজি ৩০০ গ্রাম। অর্থাৎ প্রায় দেড় কেজি পর্যন্ত কম চাল দেয়া হয়েছে।

এ বিষয়ে ভাওরখোলা ইউনিয়ন পরিষদের সচিব গোলাম কিবরিয়া বলেন, ‘চাল পরিমাপের ক্ষেত্রে সামান্য কমবেশি হতে পারে। গ্রাম পুলিশরাই চাল মেপে বিতরণ করেছে। আমি তখন অফিসের কাজে ব্যস্ত ছিলাম। পুরো বিষয়টি আমার জানা ছিল না।’

ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘চাল বিতরণের সময় আমি মানিকারচর বাজারে ছিলাম। ঘটনাটি সম্পর্কে তখন কিছু জানতে পারিনি। এখন বিষয়টি আমি খতিয়ে দেখছি। যদি কেউ অনিয়ম করে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস বলেন, ‘আমি ইতোমধ্যে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে প্রতি কার্ডে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি চাল থাকলেও বিতরণের সময় প্রতিটি কার্ডধারীকে নির্দিষ্ট ওজন নিশ্চিত করা ইউনিয়ন পরিষদের দায়িত্ব। সেখানে কারচুপির ঘটনা শুধু আইন ভঙ্গ নয়, মানবিকতাকেও প্রশ্নের মুখে ফেলে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত