লক্ষ্মীপুরে ৪ সাংবাদিককে হত্যাচেষ্টা, অন্যতম আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৪৬

লক্ষ্মীপুরে গুলি চালিয়ে চার সাংবাদিককে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি আব্দুস শহীদকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র মজুমদার। এদিন সকালে চন্দ্রগঞ্জ থানার আমানি লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার শহীদ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গনেশ শ্যামপুর গ্রামের শাহজাহানের ছেলে।

র‌্যাব কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমানি লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে শহীদকে গ্রেফতার করা হয়। তিনি সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় ২ নম্বর আসামি। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি বিকেলে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে গনেশ শ্যামপুর এলাকায় চার সাংবাদিকের ওপর হামলা চালান দুর্বৃত্তরা। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত