দুর্গম পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়নের উপকারভোগী ৭৫ জনের মধ্যে ৭৪ লাখ ৯০ হাজার ৩৫১ টাকার চেক বিতরণ করেছে বান্দরবান জেলার লামা বন বিভাগ। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম এ চেক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ জনকে ৬ লাখ ১৫ হাজার টাকা এবং ৫৪ জন সামাজিক বনায়নের উপকারভোগীর মধ্যে ৬৮ লাখ ৭৫ হাজার ৩৫১ টাকার চেক বিতরণ করা হয়।
লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিভাগীয় বন কর্মকর্তার গেস্ট হাউস মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, সহকারী বন সংরক্ষক মাসুদ আলম, লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক বনায়নের অংশীদার ব্যক্তি, বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় প্রধান অতিথি ড. মোল্যা রেজাউল করিম বন্য হাতি সংরক্ষণ এবং মানুষ ও হাতির সহাবস্থান নিয়ে বিশদ আলোচনায় বলেন, ‘হাতিকে আঘাত না করলে হাতি কখনো মানুষকে আঘাত করে না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

